আমার বাড়ি উদয়নারায়ণপুর – হাওড়া। যে জায়গা প্রতি বছর বন্যায় ভাসে । অতীতের অনেক ব্যর্থতা ও চ্যালেঞ্জ কে সাথে নিয়ে আমি গত তিন বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে রিসার্চ করছি, – এবং প্রতিনিয়ত শিখছি। যেটা আজকের দিন এ ব্যবসা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবং আমি বেশ কিছু ইন্ডাস্ট্রি তে মার্কেটিং এর কাজ করার সুযোগ পেয়েছি এবং ওনাদের ব্যবসায় গ্রোথ এনে দিতে সক্ষম হয়েছি।
আর্থিক সমস্যার কারণে ২০০৯ সালে পড়াশোনা ছেড়ে দিয়ে শুরু করেছিলাম – আমার কেরিয়ার জার্নি। মাঝপথে বহু লসের সম্মুখীন হয়ে অত্যন্ত ডিপ্রেশন এর মধ্যে পড়েছিলাম। কিছু ব্যবসা শুরু করেও সফল হতে পারিনি। প্রায় ১০ লক্ষ টাকা লস এর কারণে আমি ভেবে নিয়েছিলাম , যে জীবনে আমি হয়তো আর এগোতে পারবো না। তার উপর লকডাউন আমাকে আরো সমস্যায় ফেলে দিয়েছিলো। ঠিক এই সময় ইন্টারনেট এর মাধ্যেমেই জানতে পেরেছিলাম যে – ডিজিটাল মার্কেটিং শিখতে পারলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তাই নতুন ভাবে জীবনের জার্নি শুরু করলাম এবং নতুন জীবন পেলাম শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর জগতে পা রেখে।